প্রকাশ : ২১ জুন ২০২২, ১৫:৩২
ইউক্রেনের শিশুদের জন্য পদক বিক্রি করলেন রুশ নোবেল বিজয়ী
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের সহায়তার জন্য নিজের পদক বিক্রি করেছেন শান্তিতে নোবেল বিজয়ী রুশ সাংবাদিক দিমিত্রি মুরাটভ। এক নিলামে ১০৩ দশমিক ৫ মিলিয়ন ডলারে পদকটি বিক্রি করেছেন তিনি।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মুরাটভের পদকটির বিক্রয়লব্ধ অর্থ ইউক্রেনের বাস্তুচ্যুত শিশুদের জন্য ব্যয় করবে ইউনিসেফ।
নিলামটি পরিচালনা করেছে হেরিটেজ অকশন্স। সংস্থাটি জানিয়েছে, ইউনিসেফের হিউম্যানিটেরিয়ান রেসপন্স ফর ইউক্রেনস ডিসপ্লেসড চিলড্রেন প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে।
নোভায়া গেজেটা পত্রিকার সম্পাদক মুরাটভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন সমালোচক হিসেবে পরিচিত। ২০২১ সালে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পান তিনি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।