প্রকাশ : ২০ জুন ২০২২, ১৫:৪১
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিলেন দুয়ার্তের কন্যা
ফিলিপাইনের ১৫তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সারা দুয়ার্তে। তিনি দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের মেয়ে। রবিবার নিজ শহর দাভাও-তে আয়োজিত এক অনুষ্ঠানে শপথবাক্য পাঠন করেন।
এর আগে তিনি দাভাও শহরের মেয়রের দায়িত্ব পালন করেন আসছিলেন সারা।
গত মে মাসের ১০ জুনে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী লাভ করেন মার্কোস জুনিয়র। আর ভাইস প্রেসিডেন্ট পদে সারা দুয়ার্তে। সারা রবিবার শপথ নিলেও মার্কোস জুনিয়র নেবেন আগামী ৩০ জুন। এর মধ্য দিয়ে সারার বাবা রদ্রিগোর স্থলাভিষিক্ত হবেন মার্কোস। ওই দিন থেকেই এই দুইজনের শাসন শুরু হবে ফিলিপাইনে।
উল্লেখ্য, ৩৬ বছর আগে ১৯৮৬ সালে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ফিলিপাইনের তৎকালীন স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস। এর তিন দশকেরও বেশি সময় পর তারই ছেলে ৬৪ বছরের ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ওরফে বংবংকে বিপুল ভোটে নির্বাচিত করেছে দেশটির মানুষ।