প্রকাশ : ২০ জুন ২০২২, ০৯:৫১
সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালেন ম্যাক্রোঁ, রাজনৈতিক সংকটের আশঙ্কা
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। ধারণা করা হচ্ছে অন্যদলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ম্যাক্রোঁর মধ্যপন্থী এনসেম্বল জোট অবসরের বয়স বাড়াতে ও ইইউ একীকরণকে আরও গভীর করতে চায়। নির্বাচনে সর্বাধিক আসন পাওয়ার কথা ছিল জোটটির।
কিন্তু দেশটিতে এখন একটি বড় বামপন্থি জোট সর্ববৃহৎ বিরোধী দল হতে যাচ্ছে, ডানরা রেকর্ড সংখ্যক আসনে জয়লাভ করেছে। রক্ষণশীলদেরও কিংমেকার হওয়ার সম্ভাবনা ছিল।
অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার এই ফলাফলকে গণতান্ত্রিক ধাক্কা বলে অভিহিত করেছেন। তিন বলেছেন, অন্য জোটগুলো সহযোগিতা না করে, তাহলে ফরাসিদের সংস্কার ও সুরক্ষায় আমাদের ক্ষমতাকে বাধাগ্রস্ত করবে।
রোববার দেশটির জাতীয় নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়। গত এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোঁ তার প্রতিপক্ষকে পরাজিত করলেও এবার তার দলকে আরও অধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।