প্রকাশ : ১৯ জুন ২০২২, ১০:০১
বিস্ফোরণে কেঁপে ওঠল সেভেরোদোনেৎস্ক
রুশপন্থি একজন বিচ্ছিন্নতাবাদী প্রতিনিধি শনিবার জানিয়েছেন, সেভেরোদোনেৎস্ক শহরের কাছে বিশাল একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরিমাণ এতো বেশি ছিল যে শহরটির একটি অংশ কেঁপে ওঠে।
বিস্ফোরণের পর আকাশ কমলা রঙ ধারণ করে।
রোদিওন মিরোসনিক নামে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী ওই প্রতিনিধি ও কথিত লুহানেস্ক পিপলস রিপাবলিকের কর্মকর্তা এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন।
তবে আকাশ কমলা রঙ ধারণ করা এবং বিস্ফোরণের সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এই সেভেরোদোনেৎস্ক শহর দখল করার জন্য ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সেনারা।
শহরটির সঙ্গে ইউক্রেনের অন্য অঞ্চলগুলোর সংযোগকারী তিনটি ব্রিজই এ মাসে শরুতে উড়িয়ে দেয় রুশ বাহিনী। এরপর এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বর্তমানে শহরটির একটি ক্যামিকেল কারখানায় আশ্রয় নিয়ে আটকে আছেন কয়েকশ বেসামরিক ও সাধারণ মানুষ।
তাদের উদ্ধার করার জন্য রাশিয়ার পক্ষ থেকে দুই দফা একটি করিডোর তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
সূত্র: আল জাজিরা