শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে

প্রকাশ : ১৭ জুন ২০২২, ১০:১৩

তিন দেশের নেতাদের নিয়ে মেদভেদেভের তীর্যক মন্তব্য

তিন দেশের নেতাদের নিয়ে মেদভেদেভের তীর্যক মন্তব্য
অনলাইন ডেস্ক

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জার্মান চ্যান্সেলর, ফ্রান্স প্রেসিডেন্ট এবং ইতালির প্রধানমন্ত্রীকে নিয়ে তীর্যক মন্তব্য করেছেন।

এ তিন নেতা সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেছেন। সেখানে তারা প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গ দেখা করেন। তাদের সফরটিকে বেশ গুরুত্বপূর্ণ বলা হচ্ছে।

তবে সাবেক রুশ প্রেসিডেন্ট বলেছেন, তাদের এ সফরের কোনো ‘মূল্য নেই’।

টুইটে মেদভেদেভ তিন দেশের প্রধানকে কটাক্ষ করে বলেন, তারা ইউক্রেনকে ইইউর সদস্য এবং পুরনো হাউইটজার দেওয়ার প্রতিজ্ঞা দিয়েছে। গোরিলকা পান করেছে (গোরিলকা হলো ইউক্রেনের বিশেষ মদ) এবং ট্রেনে করে বাড়িতে চলে গেছে, ১০০ বছর আগের মতো।

তিনি আরও বলেন, তবুও এগুলো ইউক্রেনকে শান্তির কাছে নিয়ে যাবে না। ঘড়ির কাটা ঘুরছে।

এদিকে ইউক্রেন সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি ইউক্রেনকে অস্ত্র সহায়তার ঘোষণা দিতে পারেন।

তবে রাশিয়ার পক্ষ থেকে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে, নতুন অস্ত্র ইউক্রেনকে আরও অস্থিতিশীল করে তুলবে।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়