প্রকাশ : ১৬ জুন ২০২২, ১০:৫৪
সেভেরোদনেৎস্কে রাশিয়ার আত্মসমর্পণের আলটিমেটাম, সাড়া দেয়নি ইউক্রেন
পূর্ব ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সেভেরোদনেৎস্ক শহর দখল নিতে মরিয়া রুশ বাহিনী। শহরটির একটি রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী।
সম্প্রতি রুশ বাহিনী ইউক্রেনীয়দের আত্মসমর্পণের আলটিমেটাম দেয়। তবে ইউক্রেন আত্মসমর্পণের আলটিমেটামে সাড়া দেয়নি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে বৈঠকে মিলিত হয়েছেন। এ বৈঠকে ইউক্রেনে উন্নততর অস্ত্র পাঠানো নিয়ে আলোচনা হবে।
ইউক্রেন জানিয়েছে, ‘আজত’ রাসায়নিক কারখানায় সেনাদের পাশাপাশি ৫০০ বেসামরিক ব্যক্তিও আটকে আছেন। সেভেরোদনেৎস্কের বেশিরভাগ অংশ রুশ বাহিনীর দখলে চলে গেলেও এ কারখানা ঘিরে এখনো ইউক্রেনের প্রতিরোধ টিকে আছে।
রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনৎসেভ জানান, ইউক্রেন যোদ্ধাদের উচিত হবে মস্কো সময় সকাল ৮টা থেকে (বাংলাদেশ সময় বেলা ১১টা) তাদের ‘অর্থহীন প্রতিরোধ’ অবসান ঘটিয়ে অস্ত্র ত্যাগ করা। বেসামরিক ব্যক্তিদের করিডরের মাধ্যমে বের হয়ে আসতে দেওয়া হবে।