শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে

প্রকাশ : ১৫ জুন ২০২২, ১৬:২৫

পাকিস্তানিদের চা পান কমানোর আহ্বান

পাকিস্তানিদের চা পান কমানোর আহ্বান
অনলাইন ডেস্ক

পাকিস্তানের জনগণকে চা খাওয়ার পরিমাণ কমানোর জন্য বলা হয়েছে। দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এই আহ্বান জানিয়েছেন।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মূলত চা আমদানির পেছনে ব্যয় হওয়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখতে নাগরিকদের প্রতি এমন বার্তা দিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করবো এক থেকে দুই কাপ চা কম পান করতে। কারণ আমরা ঋণ করে চা আমদানি করি।’

আহসান ইকবাল বলেন, দিনে যত কম কাপে চুমুক দেওয়া যাবে পাকিস্তানের আমদানি ব্যয় তত কমবে।

উল্লেখ্য, চা আমদানিতে বিশ্বে পাকিস্তানের স্থান শীর্ষে। গত বছর ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের চা আমদানি করেছে দেশটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার ৫৭৭ কোটি টাকারও বেশি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়