প্রকাশ : ১৫ জুন ২০২২, ১৬:২৩
ডনবাসে ‘বেদনাদায়ক’ ক্ষয়ক্ষতির স্বীকারোক্তি জেলেনস্কির
ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বেদনাদায়ক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে ইউক্রেনীয় বাহিনী। জাতির উদ্দেশে মঙ্গলবার রাতের ভাষণে এমন স্বীকারোক্তি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি বিশেষ করে পূর্বাঞ্চলীয় সেভেরোডনেস্ক এবং খারকিভ অঞ্চলের কথা উল্লেখ করেন।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ভলোদিমির জেলেনস্কি বলেন, দুর্ভাগ্যক্রমে ক্ষয়ক্ষতিগুলো বেদনাদায়ক। বিদ্যমান পরিস্থিতিতে ইউক্রেনের এখন ইউরোপের কাছ থেকে আধুনিক ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা প্রয়োজন। এগুলোর সরবরাহ বিলম্বিত করার কোনও যুক্তি নেই।
তিনি বলেন, কিছু রাশিয়ান রকেট ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সমর্থ হচ্ছে। এতে করে হতাহতের ঘটনা ঘটছে।
এদিনের ভাষণে হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন জেলেনস্কি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। একইসঙ্গে তারা কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে।