শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে

প্রকাশ : ১৫ জুন ২০২২, ১১:১৪

তুরস্ককে বোঝাতে না পারলে ঝুঁকি তৈরি হবে: ফিনিশ প্রধানমন্ত্রী

তুরস্ককে বোঝাতে না পারলে ঝুঁকি তৈরি হবে: ফিনিশ প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি থমকে যেতে পারে, যদি স্পেনের মাদ্রিদে আসন্ন ন্যাটোর সামিটের আগে তুরস্কের সঙ্গে তারা কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারেন।

তুরস্ক বর্তমানে ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে রেখেছে।

এ ব্যাপারে ফিনিশ প্রধানমন্ত্রী সান্না মারিন সুইডেন সফরে গিয়ে বলেন, আমি মনে করি এই পর্যায়ে এগিয়ে যাওয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা মাদ্রিদ সামিটের আগে বিষয়গুলো সমাধান না করি, তাহলে বিষয়টি থমকে যাওয়ার ঝুঁকি থেকে যাবে।

তিনি আরও বলেন, আমরা জানি না এটি কত সময়ের জন্য থমকে থাকবে তবে এটি লম্বা সময়ের জন্য থমকে থাকবে।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটোর সব দেশ তাদের আমন্ত্রণ জানায়।

কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান সরাসরি বলেন, তারা এ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে না।

তুরস্কের দাবি, ফিনল্যান্ড-সুইডেন পিকেকে ও ওয়াইপেজে-এর মতো জঙ্গী দলগুলোকে মদদ দেয়।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়