প্রকাশ : ১৪ জুন ২০২২, ১৩:০২
রাশিয়ার প্রতিরক্ষা ব্যয় বাড়ছে ২০ শতাংশ
ফেব্রুয়ারির শেষ দিকে হামলা শুরুর পর ধারণা করা হচ্ছিল শিগগিরই রাশিয়ার দখলে চলে যাবে ইউক্রেনের বড় অংশ। কিন্তু এখানে পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকা আয়ত্তে নিতে তারা হিমশিম খাচ্ছে। এদিকে হু হু করে বাড়ছে যুদ্ধ ব্যয়।
শুক্রবারের এক পূর্বাভাসের বরাত দিয়ে বিবিসি জানায়, রাশিয়ার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমিশনের মতে, প্রতিরক্ষা ব্যয় ২০ শতাংশ বাড়তে পারে। যার আর্থিক পরিমাণ সাড়ে ১০ থেকে ১২.৩ বিলিয়ন ডলার।
গত মার্চের হিসেবে ২০২১ সালের তুলনায় ২.৯ শতাং বাড়িয়ে রাশিয়ার প্রতিরক্ষা ব্যয় নির্ধারণ করা হয় ৬৫.৯ বিলিয়ন ডলার। কিন্তু যুদ্ধের ডামাডোলে সেই ব্যয় আরও বাড়ছে।
তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দেওয়া নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় প্রযুক্তি ও সরঞ্জাম তৈরির ক্ষেত্রে অনেকটা পিছিয়ে গেছে। ইউক্রেনেও তারা অনেক সরঞ্জাম হারিয়েছে। তবে তারা সেই দশা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এ দিকে রাশিয়ার সামরিক বাহিনী কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনের খারকিভ অঞ্চলের দিকে কিছুটা অগ্রসর হয়েছে। তবে তাদের মূল প্রচেষ্টার মধ্যে রয়ে গেছে ডনবাস অঞ্চলের সেভেরোদোনেৎস্ক দখল।