শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১৩ জুন ২০২২, ১১:০২

‘ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার অধিকার আছে পশ্চিমাদের’

‘ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার অধিকার আছে পশ্চিমাদের’
অনলাইন ডেস্ক

রাশিয়ার সামরিক আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহের অধিকার পশ্চিমাদের আছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতা রাদোস্লাভ সিকরোস্কি।

ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতা এবং পোল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের এসপ্রেসো টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি বলেন, ইউক্রেন যাতে তার স্বাধীনতা রক্ষা করতে পারে, সে জন্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার অধিকার রাখে।

২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিকরোস্কি পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, রাশিয়া বুদাপেস্ট মেমোরেন্ডাম লঙ্ঘন করেছে।

১৯৯৪ সালে সই হওয়া ওই সমঝোতায় ইউক্রেন, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকা সই করে। এ সমঝোতায় সইয়ের মাধ্যমে ইউক্রেন তার হাতে থাকা সোভিয়েত আমলের পরমাণু অস্ত্র সমর্পণ করতে রাজি হয়। এর বিনিময়ে ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর অঙ্গীকার করে রাশিয়া।

সূত্র: আরটি ও সালটেন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়