প্রকাশ : ১১ জুন ২০২২, ১৩:৪৯
বেয়াড়া স্বামীদের শিক্ষায় পুরুষ সংশোধনী কেন্দ্র
সময় মাত্র ২০ দিন। এর মধ্যেই বেয়াড়া স্বামীকে দেওয়া হবে বিশেষ কিছু থেরাপি। যার ফলে সে আর কখনো তার স্ত্রী, বান্ধবী কিংবা পরনারীর প্রতি রূঢ় আচরণ করবে না।
এ বিশেষ থেরাপি দিয়ে থাকে মেন্স ক্লাব ফর গুড ট্রিটমেন্ট। ইকুয়েডরের কুইটো শহরে ২০১০ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি মূলত পুরুষ সংশোধনী কেন্দ্র।
যেসব পুরুষ কোনো নারীকে নির্যাতনের দায়ে অভিযুক্ত হন, আদালত সেই পুরুষদের কিছু শাস্তি দিয়ে সংশোধনের জন্য এই কেন্দ্র্রে পাঠান।
ক্লাবের ভেতরে সারিবদ্ধ কয়েকজন পুরুষ দু’হাত উপরে তুলে গভীর শ্বাস ধরে রেখেছেন, আর কয়েক সেকেন্ড পর ‘আহ’ শব্দ করে শ্বাস ছেড়ে দিচ্ছেন।
এ যোগ ব্যায়ামও থেরাপির একটি অংশ। আদালত নির্দেশিত ব্যক্তিদের বাইরেও অনেক পুরুষ এখানে স্বেচ্ছায় প্রশিক্ষণ নিতে আসেন।
ইকুয়েডর এমন একটি দেশ-যেখানে ১৫ থেকে ৪৯ বছর বয়সি ৬৫ শতাংশ নারী সহিংসতার শিকার হন। ইউকুয়েডরের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ২০১৪ থেকে চলতি বছরের মে পর্যন্ত ৫৫১টি নারী সহিংসতার ঘটনা ঘটেছে। মেন্স ক্লাব ফর গুড ট্রিটমেন্ট এই দুষ্কর্মের হার কমাতে সচেষ্ট রয়েছে। ২০ দিনের কোর্সটি সেশন টু সেশন ভাগ করা। পুরুষদের আত্মসম্মান ও সম্পর্ক উন্নয়নে আচরণ এবং মনোভাব পরিবর্তনে প্রশিক্ষণ দিয়ে থাকে ক্লাবটি।
প্রশিক্ষণ নিতে আসা পুরুষদের বয়স ৩০ থেকে ৬০ এর মধ্যে। অফিসের কেরানি থেকে কারখানার শ্রমিক সবাই আসেন এখানে। ক্লাবের সমন্বয়কারী রবার্তো মনকায়ো জানান, প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি ৫৪৫ জন পুরুষকে প্রশিক্ষণ দিয়ে ভালো হতে সহযোগিতা করেছে। প্রশিক্ষণপ্রাপ্তদের কেউ নারী নির্যাতনের পুনরাবৃত্তি করেনি।
রবার্তো জানান, শ্বাস-প্রশ্বাস ব্যায়াম সিরিজ শেষ হলে শুরু হয় শব্দখেলা। প্রথমত অধৈর্য, অলসতা এবং বিরক্তি; দ্বিতীয়ত শ্রদ্ধাশীলতা, সততা, ধৈর্য আনুগত্য; তৃতীয়ত বৈষম্য, একাকিত্ব এবং নিজের সন্তানের ক্ষতি শব্দগুলো প্রশিক্ষণ নিতে আসা পুরুষদের মগজে গেঁথে দেওয়া হয়।
প্রশিক্ষণ নিতে আসা হোর্হে সানচেজের বয়স ৩৪ বছর-একজন খাদ্য সরবরাহকারী। তিনি তার সাবেক বান্ধবীকে হিংসাত্মকভাবে ধাক্কা দিয়ে আহত করেছিলেন। অভিযুক্ত হওয়ায় আদালত তাকে থেরাপিসহ শাস্তি হিসাবে ৬০ ঘণ্টা সমাজকর্ম করার নির্দেশ জারি করেছিলেন।
সানচেজ বলেন, ‘তাকে অন্য পুরুষের সঙ্গে দেখে রাগে আমার গা জ্বালা করেছিল। হিংসায় আমি আর ধৈর্য ধরতে পারিনি।’ তিনি বলেন, ‘এখন আমি ধৈর্য শিখে গেছি। আমি সাবেক বান্ধবীর সঙ্গে ওই আচরণের জন্য লজ্জিত।’
সূত্র: এএফপি