শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১১ জুন ২০২২, ১২:১২

আহত পাখিকে বাঁচাতে গিয়ে ট্যাক্সির ধাক্কায় দুজনের মর্মান্তিক মৃত্যু

আহত পাখিকে বাঁচাতে গিয়ে ট্যাক্সির ধাক্কায় দুজনের মর্মান্তিক মৃত্যু
অনলাইন ডেস্ক

রাস্তার ওপর আহত একটি পাখি দেখে নিজেকে সামলেতে পারেননি এক ব্যবসায়ী। পাখিটিকে বাঁচাতে দ্রুত গাড়ি থামায় তার ড্রাইভার। কিন্তু ধেয়ে আসা ট্যাক্সির ধাক্কায় প্রাণ যায় দুজনের। ঘটনা মুম্বাইয়ের।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পাখিটিকে দেখে চালককে গাড়ি দাঁড় করাতে বলেছিলেন ব্যবসায়ী অমর মণীশ জরিওয়ালা। পাশ দিয়ে দ্রুতগতিতে একের পর এক গাড়ি ছুটে যাচ্ছিল। সেই গাড়িগুলোকে কাটিয়ে তারা আহত পাখিটির কাছে পৌঁছাতে ঘটে দুর্ঘটনা।

দ্রুতগতিতে একটি ট্যাক্সি তাদের দিকে ছুটে আসে। অমর ও চালক শ্যামসুন্দর কামাট সরে যাওয়ার সুযোগ পাননি। সোজা ধাক্কা মারে ট্যাক্সিটি। ধাক্কার জোর এতটাই বেশি ছিল যে, প্রায় পাঁচ ফুট শূন্যে উঠে ১০ ফুট দূরে গিয়ে গার্ডরেলে আছড়ে পড়েন তারা।

উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অমরকে মৃত বলে ঘোষণা করেন। তার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় শ্যামসুন্দরের।

ঘটনার পরপরই বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে রবীন্দ্রকুমার জয়সওয়ার নামের ওই ট্যাক্সিচালককে গ্রেপ্তার করে পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়