শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১১ জুন ২০২২, ০৯:২১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন বারাক ওবামা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন বারাক ওবামা
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়বে।

কোপেনহেগেন ডেমোক্রেসি ফোরামে ওবামা বলেন, এ যুদ্ধ শেষ হতে অনেক দেরি। মানুষের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে।

তিনি ইউক্রেনীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত যেন তারা শক্ত থাকেন।

তিনি বলেন, আমরা প্রত্যক্ষ করেছি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সাহসী প্রতিরোধ। তারা শুধুমাত্র তাদের সার্বভৌমতা রক্ষা করতে এক হয়নি, তাদের গণতান্ত্রিক পরিচয়ের জন্য এক হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, পুরো বিশ্বে গণতান্ত্রিক ধারা ব্যহত হচ্ছে। গণতন্ত্র ধরে রাখতে হলে এর জন্য লড়াই করতে হবে।

এ ব্যাপারে ওবামা বলেন, প্রত্যেক মহাবিশ্বে, আমরা দেখছি গণতান্ত্রিক ধারা কমছে। যদি আমরা গণতন্ত্রের উন্নতি চাই তাহলে আমাদের এটির জন্য লড়াই করতে হবে, লালন পালন করতে হবে এবং সাধারণ মানুষের উন্নতি সাধনে এটির মূল্য দেখাতে হবে।

সূত্র: সিএনএন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়