প্রকাশ : ০৯ জুন ২০২২, ১১:৪৭
পরমাণু কেন্দ্রে আইএইএ-এর নজরদারি ক্যামেরা সরিয়ে ফেলছে ইরান
নিজেদেরে পরমাণু স্থাপনা থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নজরদারি ক্যামেরা সরিয়ে ফেলছে ইরান। দেশটির আণবিক শক্তি সংস্থা এ তথ্য নিশ্চত করেছে। ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের আণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি পর্যবেক্ষণের জন্য যে নজরদারি ক্যামেরা বসানো হয়েছে তা খুলে ফেলা হচ্ছে। আইএইএয়ের বোর্ড অব গভর্নর্সদের বৈঠকে আন্তর্জাতিক সংস্থাটি ইরানের প্রতি অযৌক্তিক আচরণের কারণে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তেহরান।
বিবৃতিতে বলা হয়, আইএইএকে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ভাবে সহযোগিতা করা হয়েছে। কিন্তু সংস্থাটি ইরানের এই সহযোগিতা ও সদিচ্ছাকে সমর্থন না করে বরং এটি ইরানের দায়িত্ব বলে বিবেচনা করছে। এর ফলে ইরান তার পরমাণু স্থাপনা থেকে আইএইএর নজরদারি ক্যামেরা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা, পার্সটুডে