শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ০৯ জুন ২০২২, ১০:৫২

ইসলামাবাদে রাত ১০টার পর বিয়ে নয়, পরিবেশন করতে হবে একটি পদ

ইসলামাবাদে রাত ১০টার পর বিয়ে নয়, পরিবেশন করতে হবে একটি পদ
অনলাইন ডেস্ক

বিয়ের অনুষ্ঠান সাধারণত রাতেই জমজমাট হয়। আর বিয়ে বাড়িতে নিয়ন্ত্রিতদের পাতে যে কয় রকম খাবার তুলে দিতে পারে তা নিয়ে ধনী-গরিব সবার মধ্যেই চলে অলিখিত প্রতিযোগিতা। তবে এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসবের পাঠ চুকতে চলেছে।

ইসলামাবাদে রাত ১০টার পর বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ স্থানীয় সময় বুধবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৮ জুন (বুধবার) থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জিও নিউজ জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছড়া, বিয়ের অতিথিদের শুধুমাত্র একটি খাবার পরিবেশনের অনুমতি দেওয়া হবে বলে ওই সূত্র জানিয়েছে। এই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জিও নিউজ জানিয়েছে।

এদিকে, ইসলামাবাদ পুলিশ ও প্রশাসনকে কঠোরভাবে নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। নির্দেশ অমান্য করলে রাজধানী প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জিও নিউজ জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়