প্রকাশ : ০৯ জুন ২০২২, ১০:০৭
‘শস্য ছাড়া ইউক্রেন থেকে রাশিয়া কী চুরি করেছে’, যা বললেন লাভরভ
তুরস্ক সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে বুধবার একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় ইউক্রেনের এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘শস্য ছাড়া ইউক্রেন থেকে রাশিয়া কী চুরি করেছে?’
জবাবে লাভরভ বলেন, ইউক্রেনে রাশিয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য ‘স্পষ্ট’। ইউক্রেনের শস্য রপ্তানিতে রাশিয়ার বাধা হয়ে দাঁড়াচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।
ইউক্রেনীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শস্যের ক্ষেত্রে রাশিয়ান ফেডারেশনের সৃষ্টি করা কোনো বাধা বা চ্যালেঞ্জ নেই।
এর আগে ওইদিনই তিনি আরেক প্রশ্নের জবাবে বলেছিলেন, শস্য রপ্তানির বাধা দূর করার সব দায়ভার ইউক্রেনের ওপর। তারা যদি শস্য রপ্তানি করতে চায় তাহলে সাগরে রাখা মাইন সরাতে হবে।
লাভরভ বলেন, আমরা প্রতিনিয়ত জানিয়ে আসছি যে, আমরা নিশ্চয়তা দিচ্ছি, নিরাপদে শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর থেকে বের হবে এবং বসফরাস প্রণালীর দিকে যাবে। আমরা আমাদের তুরস্কের সঙ্গে এ ব্যাপারে কাজ করব।
তিনি আরও বলেন, সমস্যা সমাধানে ইউক্রেনকে মাইন সরিয়ে বা নিরাপদ করিডোর তৈরি করে তাদের জাহাজ বন্দর থেকে বের হতে দিতে হবে।