শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ০৮ জুন ২০২২, ১৯:৩০

পাকিস্তানে ভ্যান উল্টে প্রাণ গেল ২২ জনের

পাকিস্তানে ভ্যান উল্টে প্রাণ গেল ২২ জনের
অনলাইন ডেস্ক

পাকিস্তানের একটি প্রত্যন্ত অঞ্চলে ভ্যান উল্টে খাদে পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুন) দেশটির বেলুচিস্তান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, দ্রুতগামী ওই ভ্যান সরু পাহাড়ি রাস্তা থেকে উল্টে একটি খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও আছে।

পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি ও অন্যান্য সরকারি কর্মকর্তারা দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাত্রীদের লাশ তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন।

সূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়