শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ০৮ জুন ২০২২, ১৩:০৩

মহানবীকে নিয়ে কটূক্তি : ভারতে ‘আত্মঘাতী হামলার হুমকি’ আল-কায়েদার

মহানবীকে নিয়ে কটূক্তি : ভারতে ‘আত্মঘাতী হামলার হুমকি’ আল-কায়েদার
অনলাইন ডেস্ক

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে ভারতকে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়দা। মহানবীর সম্মান রক্ষায় গুজরাট, উত্তরপ্রদেশ, মুম্বাই ও দিল্লিতে আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিয়েছে সংগঠনটি।

‘উপমহাদেশে আল-কায়দা’ নামের শাখা সংগঠনটি একটি বিবৃতি জারি করে বলেছে, ‘গেরুয়া জঙ্গিরা তাদের শেষ পরিণতির জন্য তৈরি হোক দিল্লি, মুম্বাই, উত্তর প্রদেশ ও গুজরাটে।’

হুমকির বার্তায় আরও বলা হয়েছে, ‘তারা না নিজেদের বাড়িতে না নিজেদের সেনা ক্যান্টনমেন্টে নিরাপদ আশ্রয় পাবে। আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মৃহাম্মদের অপমানের প্রতিশোধ না নিতে না পারি তাহলে যেন আমাদের মায়েরা শোকাহত হন। যারা হজরত মুহাম্মদকে অসম্মান করেছে, তাদের শেষ করে দিতে আমরা নিজেদের শরীরে এবং নিজেদের সন্তানদের শরীরে বোমা বেঁধে উড়িয়ে দেব। কাউকে ক্ষমা করা হবে না।

এই হুমকির বিবৃতি সোশাল মিডিয়া ব্যবহারকারীদের শেয়ার করতে দেখা গেছে। এ ঘটনার পর হাই অ্যালার্ট জারি হয়েছে দেশজুড়ে।

হযরত মুহাম্মদকে নিয়ে বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপূর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে পশ্চিম এশিয়ার ইসলামিক দেশগুলো তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়