শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ০৮ জুন ২০২২, ১২:৪৭

ইরানে একদিনে ১২ বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে একদিনে ১২ বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর
অনলাইন ডেস্ক

ইরান দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি কারাগারের ১২ জন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। একটি বেসরকারি সংস্থা মঙ্গলবার এই তথ্য জানিয়ে বলেছে, ইসলামিক প্রজাতন্ত্রে মৃত্যুদণ্ডের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১১ জন পুরুষ এবং এক নারী রয়েছেন। তারা মাদক বা খুনের মতো ঘটনায় অভিযুক্ত।

নরওয়ে ভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা জানিয়েছে, আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী সিস্টেন-বেলুচিস্তান অঞ্চলে জাহেদানের প্রধান কারাগারে সোমবার সকালে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তারা সবাই বেলুচ জাতিগত সংখ্যালঘুর সদস্য; যারা প্রধানত ইরানে প্রভাবশালী শিয়া মতবাদের পরিবর্তে ইসলামের সুন্নি ধারাকে মেনে চলে। এদের মধ্যে ৬ জনকে মাদক সম্পর্কিত অপরাধের কারণে এবং বাকি ৬ জন খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন।

তবে এই মৃত্যুদণ্ডের খবর দেশটির কোনো সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি। ইরান কর্তৃপক্ষও এ বিষয়ে নিশ্চিত করেনি।’ জানায় সংস্থাটি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর পরিচয় পাওয়া না গেলেও নাম গার্গিজ বলে জানা গেছে। স্বামীকে হত্যার অভিযোগে ২০১৯ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়