শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ০৭ জুন ২০২২, ১৬:৫৯

ভেনিজুয়েলা থেকে তেল কিনবে স্পেন-ইতালি

ভেনিজুয়েলা থেকে তেল কিনবে স্পেন-ইতালি
অনলাইন ডেস্ক

রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য ভেনিজুয়েলা থেকে স্পেন এবং ইতালির কোম্পানিকে তেল কেনার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

স্পেনের রেপসল এসএ এবং ইতালির এনি এসপিএ কোম্পানিকে ভেনিজুয়েলা থেকে ইউরোপে তেল আমদানির সুযোগ দিচ্ছে মার্কিন সরকার।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব কোম্পানিকে ছাড় দেওয়ার বিষয়ে এরইমধ্যে একটি বিবৃতি প্রকাশ করেছে।

২০২০ সালে মার্কিন চাপের মুখে এ দুই কোম্পানি ভেনিজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ করে দেয়। কিন্তু বাইডেন প্রশাসনের ছাড়ের সুযোগ নিয়ে তারা আবার ভেনিজুয়েলার তেল ইউরোপে আনার ব্যবস্থা করছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর কোম্পানি দুটিকে গত মাসে তেল আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে গোপনে চিঠি দিয়েছে।

ইউরোপের দেশগুলোতে ভেনিজুয়েলার তেল রপ্তানির সুযোগ পুনর্বহালকে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিজয় হিসেবে বিবেচনা করা হবে।

সূত্র: রয়টার্স ও ব্লুমবার্গ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়