প্রকাশ : ০৭ জুন ২০২২, ১৬:২৩
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, গ্রেপ্তার রোদ্দুর রায়
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিতর্কিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব রোদ্দুর রায়কে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হল।
পুলিশ বলছে, গত শনিবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দাবি করে চিৎপুর থানায় মামলাটি করেছেন ঋজু দত্ত।
ঋজু দত্তের অভিযোগ, রোদ্দুর রায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপালসহ কলকাতা ও রাজ্য পুলিশ প্রশাসনকেও।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগেই ফেসবুকে একটি পোস্ট করেন রোদ্দূর। সেই পোস্টে তিনি লেখেন, ‘কেস দাও মোরে...কেস দাও আরও...বন্ধ রাখিয়ো কারাগারে...কমেডির বিটে বাজিবেই ডিজে...’।
সূত্র: দেশ রূপান্তর