শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ০৭ জুন ২০২২, ১২:৩৪

সিভিয়েরোদোনেৎস্কের প্রতিটি সড়কে লড়াই চলছে

সিভিয়েরোদোনেৎস্কের প্রতিটি সড়কে লড়াই চলছে
অনলাইন ডেস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাসের সিভিয়েরোদোনেৎস্কে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাতের ভিডিও বার্তায় জানিয়েছেন, সিভিয়েরোদোনেৎস্কে প্রতিটি সড়কে লড়াই চলছে। ইউক্রেনের সেনা সেখানে বিন্দুমাত্র জমি ছাড়েনি। ডনবাস ইউক্রেনের কাছেই আছে।

জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়া যদি ডনবাস অধিকার করে নিতো, তাহলে ইউক্রেনের পক্ষে পরিস্থিতি কঠিন হতো।

তিনি বলেছেন, ‘আমরা এখনো পর্যন্ত ডনবাস নিজেদের অধিকারে রাখতে পেরেছি। আমাদের সেনা পুরোদমে লড়াই করছে।’

সঙ্গে এও বলেন, ‘সিভিয়েরোদোনেৎস্ক ও তার পাশের শহরে আর কোনোকিছুই ঠিকঠাক নেই। রাশিয়া সেখানে লাগাতার বোমা ও গোলা মেরে সবকিছু গুঁড়িয়ে দিয়েছে।’

এর আগে লুহানস্কের গভর্নর জানিয়েছিলেন, সিভিয়েরোদোনেৎস্কে যে লড়াই চলছে, তাতে শক্তির পরীক্ষা হচ্ছে। রাশিয়া সমানে সিভিয়েরোদোনেৎস্কে গোলা মারছে। তারা সবকিছু গুঁড়িয়ে দেওয়ার নীতি নিয়ে চলছে।

মাঝখানে রাশিয়ার সেনা শহরের বেশ কিছুটা ভেতরে ঢুকে যেতে পেরেছিল। সম্প্রতি ইউক্রেনের বাহিনী আবার তাদের কিছুটা পিছিয়ে দিতে পেরেছে বলে দাবি করা হচ্ছে।

তবে সিভিয়েরোদোনেৎস্ক শহরের কতটা ইউক্রেনের সেনা অধিকার করে রাখতে পেরেছে তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম যাচাই করে দেখতে পারেনি।

সূত্র: ডয়চে ভেলে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়