প্রকাশ : ০৬ জুন ২০২২, ১৫:১৭
ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য
রাশিয়ার হুমকি উপেক্ষা করে যুক্তরাজ্য প্রথমবারের মতো ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে।
দেশটির প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস বলেন, এম২৭০ একাধিক লঞ্চ রকেট সিস্টেমটি রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের সহায়ক হবে।
কতগুলো অস্ত্র পাঠানো হবে তা নিশ্চিত করেনি যুক্তরাজ্য সরকার। তবে বিবিসি বুঝতে পেরেছে যে শুরুতে দেশটি ৩টি অস্ত্র পাঠাবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র একটি রকেট সিস্টেম সরবরাহ করার ঘোষণা দিয়েছিল।
যুক্তরাষ্ট্রের এই ধরনের কার্যক্রম মস্কো ইতিমধ্যে নাখোশ হয়েছে।
রবিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছিলেন যে, পশ্চিমা দেশগুলো যদি কিয়েভে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠায় তাহলে ইউক্রেনে হামলার লক্ষ্যবস্তুর তালিকা আরও দীর্ঘ হবে।
যুক্তরাজ্য সরকার বলছে, এই লঞ্চারগুলো কীভাবে ব্যবহার করতে হয় তা আগামী সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
ওয়ালেস বলেন, আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষার জন্য দেশটির সৈন্যদের গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহে অগ্রণী ভূমিকা নিচ্ছিল যুক্তরাজ্য।
তিনি বলেন, যেহেতু রাশিয়ার কৌশল পরিবর্তন হয়েছে; তাই ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অবশ্যই থাকবে।
যুক্তরাজ্যের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমটি এক মিনিটের মধ্যে ১২টি পৃষ্ঠতল থেকে পৃষ্ঠতল মিসাইল নিক্ষেপ করতে পারে। ইউক্রেনে বর্তমানে যে আর্টিলারি রয়েছে তার থেকে অনেক বেশি নির্ভুলতার সাথে এটি ৫০ মাইলের (৪০ কিমি) মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।
যুক্তরাষ্ট্রের পাঠানো এম১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের সঙ্গে মিল রয়েছে এই অস্ত্রটির।
সূত্র: বিবিসি