শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ০৬ জুন ২০২২, ১৫:০৪

যুক্তরাষ্ট্রের তিন শহরে গুলিতে নিহত ৯

যুক্তরাষ্ট্রের তিন শহরে গুলিতে নিহত ৯
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের তিনটি শহরে গুলিবর্ষণের ঘটনায় ৯ জন নিহত ও ২৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাতে ও রবিবার ভোরে ঘটনাগুলো ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ফিলাডেলফিয়ায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়ার একপর‌্যায়ে বন্দুকযুদ্ধ হয়। এতে জনাকীর্ণ বার ও রেস্তোরা এলাকায় গুলিবর্ষণে ৩ জন নিহত ও ১২ জন আহত হন।

পুলিশ জানায়, শনিবার মধ্যরাতের পর টেনেসির চ্যাটানুগায় একটি বারের কাছে একই ধরনের গোলাগুলি শুরু হলে ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়।

পুলিশের বিবৃতির বরাত দিয়ে ডব্লিউইওয়াইআই টেলিভিশন জানিয়েছে, রবিবার ভোররাতের দিকে মিশিগানের সাগেনওতে আরেকটি গোলাগুলির ঘটনায় আরও ৩ জন নিহত ও ২ জন আহত হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি খুচরা পণ্যের দোকানে নির্বিচার গুলিবর্ষণে ১০ জন, এরপর টেক্সাসের ইউভালডের একটি এলিমেন্টারি স্কুলে ১৯ শিশুসহ ২১ জন এবং ওকলাহোমার টালসার হাসপাতাল ভবনে ৪ জন নিহত হয়।

নির্বিচার গুলি করে মানুষ হত্যার এ ধারা থামাতে অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ করা, ব্যাকগ্রাউন্ড চেক বিস্তৃত করা ও বন্দুক নিয়ন্ত্রণের অন্যান্য পদক্ষেপ নেওয়ার জন্য বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়