প্রকাশ : ০৬ জুন ২০২২, ০৮:৪০
বাস খাদে পড়ে প্রাণ গেল ২২ জনের
অনলাইন ডেস্ক
ভারতে বাস খাদে পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দেশটির উত্তরাখণ্ডে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, ৩০ জন তীর্থযাত্রী নিয়ে মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। এটি উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতেই এ দুর্ঘটনা ঘটে।
উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার বলেন, মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
এদিকে মৃতদের পরিবারকে দুই লাখ রুপি আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সূত্র : আনন্দবাজার, সংবাদ প্রতিদিন