প্রকাশ : ০৪ জুন ২০২২, ১২:৩২
তেলের দাম কমাতে সৌদি যাচ্ছেন বাইডেন
জামাল খাসোগি হত্যাকাণ্ডের জেরে সৌদি আরবকে ‘অনাকাঙ্ক্ষিত’ রাষ্ট্র বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
আবার ক্ষমতায় আরোহণের প্রথম বছরেই সৌদি সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার তেলসমৃদ্ধ দেশটির সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে এই মাসে রিয়াদ সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট।
নিজ দেশে তিনি যখন তেলের মূল্য নিয়ন্ত্রণ এবং বাইরে রাশিয়াকে বিচ্ছিন্ন করে ফেলতে চাইছেন, তখন এই সফর হতে যাচ্ছে।
রিয়াদ সফরের দিনক্ষণ চূড়ান্ত না হলেও বাইডেন পূর্ব নির্ধারিত ইউরোপ ও ইসরাইল সফরের সময়ে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন।
আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা না হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রিয়াদ সফরের সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট বাইডেন।
সূত্র: সিএনবিসি