শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ০৪ জুন ২০২২, ১২:২৯

রাশিয়ার বাণিজ্যকেন্দ্রে আগুন, আহত ২

রাশিয়ার বাণিজ্যকেন্দ্রে আগুন, আহত ২
অনলাইন ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর বাণিজ্যকেন্দ্র গ্র্যান্ড সেতুন প্লাজায় ভয়াবহ আগুনে অন্তত দুই ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সকালে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ১০ তলা ওই ভবনটির ভেতরে ১৫ থেকে ২০ জন মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

এরইমধ্যে সেখান থেকে ১২৫ জনকে জরুরি বিভাগের লোকজন উদ্ধার করেছে।

দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, আগুন আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে দেখা যায়, মস্কোর ওই বাণিজ্যকেন্দ্র থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

ভবনের পাঁচতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন শুরুর পর যে সব ব্যক্তি ভবন থেকে বের হতে পারেননি তাদেরকে ষষ্ঠ ও সপ্তম তলায় এবং ছাদে সরিয়ে নেওয়া হয়।

ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয় এবং কয়েকশ’ ফায়ার ফাইটার নিযুক্ত করা হয়।

ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে সকাল দশটার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়।

সূত্র: আলজাজিরা ও রয়টার্স

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়