প্রকাশ : ০৪ জুন ২০২২, ১২:১০
যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জাতিসংঘের
ইউক্রেনে রুশ অভিযানের ১০০ দিন পার হয়েছে। কিন্তু রাশিয়া ইউক্রেনে সৈন্য পাঠানো অব্যাহত রেখেছে। এই যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস।
তিনি বলেন, সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে।
জাতিসংঘ মহাসচিব বলেন, এই দুঃখজনক দিনটিতে, আমি সহিংসতা অবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, সেখানে মানবিক সহায়তা অবাধে পৌঁছাতে, যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য এবং বেসামরিক নাগরিকদের জরুরি সুরক্ষার পুনরায় আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, এই যুদ্ধ নিরসনে আলোচনা ও সংলাপের প্রয়োজনীয়তার বিষয়ে আমি শুরু থেকেই জোর দিয়েছি। যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা যত দ্রুত হবে; ইউক্রেন, রাশিয়া এবং বিশ্বের জন্য ততই মঙ্গল হবে। জাতিসংঘ এ ধরনের সকল প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের ২০ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের মূল্যায়নে বলছে, ডনবাস দখলের যুদ্ধে রাশিয়া এখন নিয়ন্ত্রক অবস্থানে আছে বলেই মনে হচ্ছে, তারা লুহানস্ক অঞ্চলের ৯০ শতাংশ ভূখণ্ডের দখল নিয়ে নিয়েছে, এবং আগামী দুই সপ্তাহের মধ্যেই হয়তো তারা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেবে।
একই সঙ্গে তারা বলছে, এই যুদ্ধের জন্য সৈন্য সমাবেশ করতে গিয়ে তাদের বিপুল মূল্যও দিতে হয়েছে।
সূত্র: আলজাজিরা