প্রকাশ : ০৩ জুন ২০২২, ১৯:০৫
বিজয় আমাদেরই হবে, ১০০তম দিনে জেলেনস্কির ভিডিও বার্তা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১০০তম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়ভে থেকে এক ভিডিও বার্তায় বলেছেন যে, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে আমাদেরই বিজয় হবে।
ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী সহ ইউক্রেনের শীর্ষ নেতারা এসময় তার পাশেই ছিলেন।
জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীও এখানে রয়েছে ... আমাদের জাতির শীর্ষ লোকেরা এখানে রয়েছে। আমরা ইতিমধ্যেই ১০০ দিন ধরে ইউক্রেনকে রক্ষা করছি। জয় আমাদেরই হবে। ইউক্রেনের জয় হোক!’
ভিডিও বার্তাটি রেকর্ড করার সময় জেলেনস্কি এবং তার সঙ্গীরা রাজধানী কিয়েভের কেন্দ্রে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার একদিন পরে গত ২৫ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট জেলেনস্কি ঠিক একই স্থান থেকে একই রকম একটি ভিডিও বার্তা দিয়েছিলেন।
এরপর জেলেনস্কি পশ্চিমারা তাকে সরিয়ে নেওয়ার জন্য যে প্রস্তাব দিয়েছিল তাও প্রত্যাখ্যান করেন। সেসময়ই তার করা একটি উক্তি বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমার গোলাবারুদ দরকার, রাইড নয়’।
গত ১০০দিন ধরে তিনি রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় সাফল্যের সঙ্গে ইউক্রেনকে নেতৃত্ব দিয়ে চলেছেন।
সূত্র: দেশ রূপান্তর