শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ০৯:৫৪

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য
অনলাইন ডেস্ক

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

সম্প্রতি ইউক্রেন বাহিনীকে এ সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে সুরক্ষিত গতিশীল যানবাহন, ড্রোন ও অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র পাঠানো হচ্ছে। এছাড়া আগামী সপ্তাহের মধ্যে কিয়েভে পুনরায় দূতাবাস চালু করবে যুক্তরাজ্য।

এর আগে ইউক্রেনকে ছয় হাজার অতিরিক্ত ক্ষেপণাস্ত্র দেয় যুক্তরাজ্য। এছাড়া সে সময় ইউক্রেনের সেনা ও পাইলটদের বেতন-ভাতা পরিশোধের জন্য তিন কোটি ৩০ লাখ ডলারের সাহায্যও ঘোষণা দেন জনসন।

গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত চলছেই। দু’মাসের সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়