শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ০২ জুন ২০২২, ১২:০০

‘এই সিদ্ধান্ত তৃতীয় দেশকে সংঘাতে টেনে নেওয়ার ঝুঁকি বাড়িয়েছে’

‘এই সিদ্ধান্ত তৃতীয় দেশকে সংঘাতে টেনে নেওয়ার ঝুঁকি বাড়িয়েছে’
অনলাইন ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের উন্নত রকেট লঞ্চার সরবরাহের সিদ্ধান্ত চলমান সংঘাতে ‘তৃতীয় দেশ’কে টেনে নেওয়ার ঝুঁকি বাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লাভরভ সৌদি আরবে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার মার্কিন পরিকল্পনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের পাঠানো ওই ক্ষেপণাস্ত্র ৭০ কিলোমিটার (৪৫ মাইল) পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এমনকি ওই ক্ষেপণাস্ত্র রাশিয়ান লক্ষ্যবস্তুতে নির্ভুলতাভাবে আঘাত করতে পারে।

এমন সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই সফর করছেন, যখন ইউক্রেন আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছ থেকেব ক্রমবর্ধমান চাপ এবং নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে মস্কো।

অবশ্য তেল রপ্তানিকারক উপসাগরীয় দেশগুলো মস্কোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়