শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ০১ জুন ২০২২, ১৪:০৪

রাশিয়ায় হামলা না করার শর্তে ইউক্রেনে যাচ্ছে মার্কিন রকেট সিস্টেম

রাশিয়ায় হামলা না করার শর্তে ইউক্রেনে যাচ্ছে মার্কিন রকেট সিস্টেম
অনলাইন ডেস্ক

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর ‘প্রধান লক্ষ্যবস্তুতে’ আঘাত হানতে সক্ষম এমন আরও উন্নত রকেট সিস্টেম পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সস্প্রতি তিনি নিউ ইয়র্ক টাইমসে লেখেন, ‘আমরা ইউক্রেনকে আরও উন্নত রকেট সিস্টেম ও যুদ্ধাস্ত্র সরবরাহ করবো। এতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান মূল লক্ষ্যবস্তুগুলোতে কিয়েভ বাহিনী আরও সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম হবে।’

মার্কিন এক কর্মকর্তা বলেছেন, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হিমার্স বা হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম পাঠানো হচ্ছে এবং এগুলো ইউক্রেনে বর্তমানে মোতায়েন অস্ত্রের চেয়ে দূরপাল্লার। ইউক্রেনীয়রা দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার আর্টিলারি হামলার মোকাবিলা করছে। মাল্টিপল রকেট লঞ্চার এ সময়ে ইউক্রেন বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী হিমার্স রকেট থেকে ইউক্রেনের ভেতরে রাশিয়ান অবস্থানে দূর থেকে হামলা চালিয়ে তাদের প্রতিহত করতে পারবে। তিনি বলেন, ‘এই রকেট সিস্টেম নিজ ভূখণ্ডে রুশ বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করতে ব্যবহার করবে ইউক্রেন, কিন্তু রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করা যাবে না।’

ইউক্রেনও আশ্বাস দিয়েছে রাশিয়ার ভূখণ্ডে হামলায় তারা এই রকেট সিস্টেম ব্যবহার করবে না।

হিমার্স ৭০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা প্যাকেজের মূল অস্ত্র। এই প্যাকেজে এ ছাড়াও বিমান নজরদারি রাডার, স্বল্প-পাল্লার জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক রকেটসহ আরও আর্টিলারি গোলা বারুদ, হেলিকপ্টার, যানবাহন এবং খুচরা যন্ত্রাংশ রয়েছে।

হিমার্স রকেটের পাল্লা ১৮৬ মাইল (৩০০ কিলোমিটার) তবে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলায় ব্যবহার না করার জন্য ইউক্রেনে পাঠানো হিমার্স ভার্সনের পাল্লা রাখা হয়েছে ৫০ মাইল (৮০ কিলোমিটার), ইউক্রেনের বর্তমান রকেট সক্ষমতার চেয়ে এটি উন্নত ও অধিক কার্যকর।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়