শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৫:৪৭

লেবানন থেকে ২৪ ঘণ্টায় সিরিয়ায় ঢুকেছে ৭ হাজার লোক

লেবানন থেকে ২৪ ঘণ্টায় সিরিয়ায় ঢুকেছে ৭ হাজার লোক
আন্তর্জাতিক ডেস্ক

লেবানন থেকে গত ২৪ ঘণ্টায় প্রায় ৭ হাজার লোক সিরিয়ায় ঢুকেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগ বিষয়টি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উপ-প্রধান ওলেগ ইগানসিয়ুক জানান, ‘গত ২৪ ঘণ্টায় আল-আরিদা, আল-জাওয়াশিয়ে, আল-দাবুশিয়ে, জিসার কামার এবং জায়দার ইয়াবুশ চেকপয়েন্ট হয়ে ৬ হাজার, ৮৮৬ জন লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে।’

তিনি আরও বলেন, ‘সিরীয় কর্তৃপক্ষ ও রুশ পুনর্মিলন কেন্দ্র এক পুরুষ, দুই নারী ও সাত শিশুসহ মোট ১০ জন শরণার্থীকে আল-তানফ এলাকার রুকবান সীমান্ত পারে সহযোগিতা করেছে। ওই এলাকার মানবিক পরিস্থিতি বিপর্যয়ের দ্বারপ্রান্তে।’

এদিকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, ৪ লাখ ২০ হাজারেরও বেশি লোক লেবানন থেকে সিরিয়ায় ঢুকেছে। যাদের মধ্যে বেশির ভাগই সিরীয়। জাতিসংঘের শরণার্থী সংস্থার উদ্ধৃতি দিয়ে আনাদোলু এই খবর গতকাল শুক্রবার জানায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়