শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৫

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭
অনলাইন ডেস্ক

সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় চার সেনাসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৯ জন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, রবিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে হামা প্রদেশের পশ্চিমে মাস্যাফ শহরের কাছে হামলাটি চালানো হয়েছে। এতে ওই অঞ্চলের বেশ কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা সানাকে জানিয়েছেন, লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনার ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তিনি আরও জানায়, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ায় তাদের অভিযানের বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি জেটগুলো সিরিয়ার আকাশসীমা এড়ানোর জন্য লেবাননের আকাশসীমা থেকে হামলা চালিয়েছে, যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী কাজ করছে।

মাস্যাফের সরকারি হাসপাতালের পরিচালক জানান, হতাহতরা বেশিরভাগই বেসামরিক নাগরিক।

তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইসরায়েলি হামলায় এক পুরুষ ও তার সন্তানসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তারা একটি গাড়িতে ছিলেন। এছাড়া হামলায় চার সেনা নিহত হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সিরিয়ায় ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত কয়েকশ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালায় তারা। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তখন থেকে সিরিয়ায়ও ইসরায়েলি বিমান হামলা তীব্র হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়