শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৫

যুক্তরাষ্ট্রে বাস উল্টে ৮ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে বাস উল্টে ৮ জনের প্রাণহানি
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণের অঙ্গরাজ্য মিসিসিপিতে একটি বাস দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ভিক্সবার্গ ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, ওয়ারেন কাউন্টিতে ৪৭ জন যাত্রী নিয়ে একটি বাণিজ্যিক বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে জানান, বাসের ৩০ জনের বেশি যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরী ও তাঁর ছয় বছর বয়সী ভাই নিহত হয়েছে। বাসের যাত্রীদের বেশির ভাগই ছিলেন দক্ষিণ আমেরিকার নাগরিক।

মিসিসিপি হাইওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ দুর্ঘটনার তদন্ত করছে। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়