প্রকাশ : ৩১ মে ২০২২, ০৯:৩৪
সেভেরোদোনেৎস্কে চলছে তীব্র লড়াই
ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্কের সেভেরোদোনেৎস্ক শহরের উপকণ্ঠে ঢুকে পড়েছে রাশিয়ান সেনারা। সেখানে তীব্র লড়াই চলছে বলে জানিয়েছেন লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই।
সোমবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার সেনারা সেভেরোদোনেৎস্ক শহরের দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্ব প্রান্তে অগ্রসর হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, রুশ সেনারা একই কৌশল বারবার ব্যবহার করে। তারা কয়েক ঘণ্টা ধরে একটানা গোলাগুলি চালায় এবং তার পর হামলা করে।
তিনি আরও বলেন, যারা হামলা চালায়, তারা নিহত হয়। তার পর যতক্ষণ না তারা কোথাও প্রবেশ করে, ততক্ষণ গোলাগুলি ও আক্রমণ আবার চলতে থাকে।
শহরের উপকণ্ঠে 'মৃত্যুর ভয়ানক গন্ধ' ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করেন সেরহি গাইদাই।
এদিকে, টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেভেরোদোনেৎস্ক দখলকে দখলকারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করে বলেন, ইউক্রেন রুশ সেনাদের অগ্রগতি থামাতে যথাসাধ্য চেষ্টা করছে। ৯০ শতাংশের মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের আবাসনের দুই-তৃতীয়াংশেরও বেশি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
সূত্র: রয়টার্স