প্রকাশ : ৩০ মে ২০২২, ১০:২৫
সাইবেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যে ব্যাপারে সম্মত হলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাইবেরিয়ায় রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অব্যাহত রাখার জন্য দেশটির প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিসের সঙ্গে একমত হয়েছেন।
সম্প্রতি এক ফোনালাপে তারা এই ব্যাপারে সম্মত হন বলে ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই ফোনকালে তারা তিন বছর গ্যাস সরবরাহের একটি চুক্তি করেন। তবে রাশিয়ান এনার্জি জায়ান্ট গ্রাসপ্রম বিষয়টি চূড়ান্ত করবে।
ওই ফোনালাপে দুই দেশ তাদের অংশীদারিত্ব জোরদার করার আশাবাদ ব্যক্ত করে, ক্রেমলিন জানিয়েছে।
এছাড়া দুই নেতা ইউক্রেন ও কসোভো ইস্যুতেও আলোচনা করেন বলেও ক্রেমলিনের তরফ থেকে বলা হয়েছে।
এদিকে, স্থানীয় সময় শনিবার সকালে পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি দুই নেতাকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা ‘বিপজ্জনক’।
তাদের ‘পরিস্থিতির আরও অস্থিতিশীলতা এবং মানবিক সঙ্কট বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে’ও সতর্ক করে দিয়েছেন পুতিন।