শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২৯ মে ২০২২, ১৭:১৬

ইমরান খানের বিরুদ্ধে ১৬ মামলা

ইমরান খানের বিরুদ্ধে ১৬ মামলা
অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তার দলের জ্যেষ্ঠ নেতাদেরও এসব মামলায় আসামি করা হয়েছে।

সরকারবিরোধী আন্দোলনে গত সপ্তাহে লংমার্চের সময় সংঘটিত দাঙ্গার কারণে ইসলামাবাদের পুলিশ এসব মামলা দায়ের করে।

রোববার (২৯ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ‘আজাদি মার্চ’ নামে লংমার্চের সময় সড়ক অবরোধ, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানো, পুলিশ সদস্যদের ওপর হামলা ও জানমালের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত মাসে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। এরপর থেকেই পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় নির্বাচনের দাবিতে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের নেতৃত্ব দেশটির বিভিন্ন শহরে একের পর এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘আজাদি মার্চ’ নামে লংমার্চে পিটিআই নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়