শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ২৯ মে ২০২২, ১২:৩২

ব্রাজিলে ভূমিধসে প্রাণ গেল ৩০ জনের

ব্রাজিলে ভূমিধসে প্রাণ গেল ৩০ জনের
অনলাইন ডেস্ক

ব্রাজিলে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যেই মারা গেছেন ২৮ জন। খবর আলজাজিরার।

দেশটির সিভিল ডিফেন্স বিভাগ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, আরও ৭৬০ জনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

সিভিল ডিফেন্স কর্মকর্তা লে. কর্নেল লিওনার্দো রদ্রিগেজ তার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, বন্যার কারণে ভূমিধসের ঝুঁকিতে রয়েছে রাজ্যটির ৩২ হাজার পরিবার।

স্থানীয় স্কুলগুলো বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়