শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ২৯ মে ২০২২, ১২:৪২

২২ আরোহী নিয়ে নিখোঁজ নেপালের বিমান

২২ আরোহী নিয়ে নিখোঁজ নেপালের বিমান
অনলাইন ডেস্ক

২২ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে নেপালের একটি বিমান। রোববার (২৯ মে)সকালে বিমানটি নিখোঁজ হয়েছে বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং সরকারি কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, রাজধানী কাঠমুন্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জোমসোমের দিকে যাচ্ছিল এ ছোট বিমানটি।

বিমানটির একজন কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে চার ভারতীয় এবং দু'জন বিদেশি ছিল, যদিও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়