শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ০২ মে ২০২৪, ১৩:২৩

চীনে মহাসড়ক ধসে খাদে পড়লো ১৮ গাড়ি, নিহত ১৯

চীনে মহাসড়ক ধসে খাদে পড়লো ১৮ গাড়ি, নিহত ১৯
অনলাইন ডেস্ক

চীনে একটি মহাসড়কের একাংশ ধসে বেশ কয়েকটি গাড়ি খাদে পড়ার ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

বুধবার (১ মে) দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, গুয়াংডং প্রদেশের মেইঝো শহর এবং ডাবু কাউন্টির মধ্যে একটি মহাসড়কের একাংশ স্থানীয় সময় রাত ২টার দিকে ধসে পড়ে।

এতে অন্তত ১৮টি গাড়ি গর্তে পড়ে যায়। এসব গাড়িতে মোট ৪৯ জন যাত্রী ছিলেন।

সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। বাকি ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই মুহূর্তে তারা ঝুঁকিতে নেই বলে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মহাসড়কের ধসে পড়া অংশে গর্তের ভেতর বেশ কয়েকটি গাড়ি স্তূপাকারে পড়ে রয়েছে। সেগুলো থেকে ওঠা ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে।

অন্য একটি ভিডিওতে গাড়ির স্তূপে আগুন জ্বলতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এসব ভিডিওর সত্যতা যাচাই সম্ভব হয়নি।

সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য প্রায় ৫০০ জনকে ঘটনাস্থলে পাঠিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে জননিরাপত্তা, জরুরি প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপণ এবং খনির উদ্ধার পরিচালনাকারী বিভাগের লোকজন রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ এক নোটিশে বলেছে, এস১২ মহাসড়কের একটি অংশ উভয় দিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং গাড়িচালকদের অন্য পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়