প্রকাশ : ২৯ মে ২০২২, ০৯:২৫
বরিস জনসনকে একাধিক বার্তা দিলেন জেলেনস্কি
অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনে তাদের মধ্যে একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বরিস জনসনের সঙ্গে ফোনালাপ শেষে টুইটারে জেলেনস্কি জানান, তারা ইউক্রেনে সামরিক সহায়তা জোরদারম নিরাপত্তার নিশ্চয়তা ও জ্বালানি সরবরাহ নিয়ে কথা বলেছেন।
জেলেনস্কি বলেন, খাদ্য সংকট রোধ ও ইউক্রেনীয় বন্দর মুক্ত করার জন্য আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করা প্রয়োজন।
রাশিয়ার দোনবাস দখলের দিকে নজর দেওয়ার ইউক্রেনের পূর্বাঞ্চলে কিয়েভ ক্রমাগত ক্ষতির সম্মুখীনে হচ্ছে। এই পরিস্থিতিতেই বাইডেনের সঙ্গে কথা বলছেন জেলেনস্কি।