প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ২৩:২৪
দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫
দক্ষিণ আফ্রিকায় একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। একটি সেতু থেকে বাসটি পড়ে যায়। এটিতে ৪৬ জন যাত্রী ছিলেন। দেশটির পরিবহন বিভাগ এ তথ্য জানিয়েছে।
সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন আট বছর বয়সী এক শিশু। মারাত্মকভাবে আহত অবস্থায় তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর এটি অন্তত ৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। পরে বাসটিতে আগুন ধরে যায়। জোহানেসবার্গ থেকে ৩০০ কিলোমিটার উত্তরে পাহাড়ি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
বাসটি প্রতিবেশী বতসোয়ানা থেকে উত্তর লিম্পোপো প্রদেশের একটি শহর মোরিয়ায় যাচ্ছিল, যেখানে ইস্টার সানডের উৎসব হয়।
পরিবহন মন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা দুর্ঘটনাস্থলে যান ও পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।