রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৭:২৫

মোদীর সঙ্গে মমতার সাক্ষাৎ

মোদীর সঙ্গে মমতার সাক্ষাৎ
অনলাইন ডেস্ক

দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মতবিরোধ থাকলেও রাষ্ট্রীয় প্রোটোকল মেনে মোদীর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

শুক্রবার আরামবাগে সভা করে বিকেলে কলকাতায় রাজভবনে যান প্রধানমন্ত্রী মোদী। এর পরেই রাজভবনে মোদীর সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা।

বৈঠক শেষে মমতা জানান, এখনো নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি। রাজ্যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এলে সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকে। সেই কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া।

মমতা বলেন, রাজভবনে এসেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। রাজ্যের কথাও বললাম। আর গল্প করলাম। রাজনীতির কথা কম, গল্পই বেশি হলো।

কেন্দ্রের কাছে ‘বকেয়া’ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে কি না, তা নিয়ে জানতে চাওয়া হয় মুখ্যমন্ত্রী কাছে। তিনি বলেন, হ্যাঁ, সে সব নিয়ে আমার যা বলার, বলে দিয়েছি।

এর পরেই মমতা বলেন, আমাদের যা বলার, আমরা রাজনীতির মঞ্চে বলবো। এটা আমার সৌজন্য সাক্ষাৎ এবং প্রোটোকল মেনে।

শনিবার কৃষ্ণনগরেও সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। তারপর আবার তার ৬ মার্চে রাজ্যে এসে বারাসতে সভা করার কথা। সন্দেশখালিকাণ্ডের আবহে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

এর আগে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগে কালিপুর মাঠে জনসভা করে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেন নরেন্দ্র মোদী।

জনসভায় বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মোদী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়