শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ১২:১৫

দক্ষিণ ইউক্রেন পুরোপুরি দখলের পরিকল্পনা রাশিয়ার

দক্ষিণ ইউক্রেন পুরোপুরি দখলের পরিকল্পনা রাশিয়ার
অনলাইন ডেস্ক

রাশিয়া ডনবাস ও দক্ষিণ ইউক্রেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কমান্ডার। খবর বিবিসির।

রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভ শুক্রবার বলেন, রাশিয়া ইউক্রেনের সম্পূর্ণ দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল দখল করতে চায়।

মিনেকায়েভকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলের সম্পূর্ণ ডনবাস অঞ্চল দখল করতে চেয়েছিল। এর ফলে ক্রাইমিয়া উপদ্বীপকে একটি স্থল করিডরের মাধ্যমে সংযুক্ত করা সম্ভব হবে।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয়।

রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে শিগগির আক্রমণ বন্ধের পরিকল্পনা নেই রাশিয়ার। ডেপুটি কমান্ডার রুস্তম মিনেকায়েভের বিবৃতিটি এই ইঙ্গিতই দেয়।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এবং তাস রুস্তম মিনেকায়েভকে উদ্ধৃত করে জানিয়েছে, দক্ষিণ ইউক্রেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মলদোভার রুশপন্থী বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াতে রাশিয়ার প্রবেশকে সহজ করবে। এটি ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা এবং কিয়েভ আশঙ্কা করছে, নতুন আক্রমণের জন্য এই অঞ্চলকে ব্যবহার করা হতে পারে।

সূত্র: বিবিসি, দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়