রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে

প্রকাশ : ২৫ মে ২০২২, ১২:৩৫

সাংবাদিক শিরিনকে গুলি করার আরও ভিডিও প্রকাশ

সাংবাদিক শিরিনকে গুলি করার আরও ভিডিও প্রকাশ
অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহর আরেকটি ভিডিও প্রকাশ করেছে আলজাজিরা। এতে দেখা যায়, গত ১১ মে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে জেনিন শরণার্থী শিবিরের বাইরে অভিযানের খবর সংগ্রহের জন্য যাওয়া শিরিনকে লক্ষ্য করে স্নাইপাররা বেশ কয়েক রাউন্ড গুলি করছে। খবর সিএনএনের।

গুলি করার পরই মুখ থুবড়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায় শিরিনকে। এ সময় তার ক্যামেরাম্যান মাজদি বানুরা দৌড়ে এসে মাথায় হেলমেট এবং শরীরে প্রেস লেখা বুলেটপ্রুফ জেকেট পরা শিরিনের নিথর দেহটি উদ্ধারের চেষ্টা করছেন। কিন্তু তখনও গুলিবর্ষণ অব্যাহত ছিল।

ভিডিওতে দেখা যায়, শিরিনের ক্যামেরাম্যান এবং শাথা হানায়শা নামে আরেক আতঙ্কিত সহকর্মী অ্যাম্বুলেন্স ডাকছেন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়