প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৭:০৭
মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

অনলাইন ডেস্ক
মিশরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে কয়েকটি গাড়িতে আগুন ধরে গিয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে।
এতে আহত হয়েছেন আরও ৬৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। খবর বিবিসির।
রাজধানী কায়রো থেকে প্রায় ১৩১ কিলোমিটার (৮২ মাইল) উত্তরে কায়রো-আলেক্সান্দ্রিয়া সড়কে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে অন্তত ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দুল গাফফার বলেছেন, আহতদেরকে ওয়াদি আল-নাতরুন হাসপাতালে নেয়া হয়েছে এবং অন্য আরও কয়েকজনকে আল-নুবারিয়ায় নেয়া হয়েছে।