রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৫:৪৪

নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাবে মার্কিন ভেটো

নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাবে মার্কিন ভেটো
অনলাইন ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি পাশবিক হামলা বন্ধ করে সেখানে ত্রাণ তৎপরতা চালানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রাজিলের পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা।

বুধবার নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৫ সদস্য দেশের ১২টি প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। রাশিয়া ও ব্রিটেন ভোটদানে বিরত থাকে এবং আমেরিকা এর বিরুদ্ধে ভেটো দেয়।

নিরাপত্তা পরিষদের আইনে বলা হয়েছে, ওই পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশের যেকোনো একটি দেশ যেকোনো প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে (ভেটো) প্রস্তাবটি পাস হতে পারবে না।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ভেটো দানের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, প্রস্তাবটিতে ইসরায়েলের ‘আত্মরক্ষার’ অধিকারকে স্বীকৃতি দেয়া হয়নি। মার্কিন রাষ্ট্রদূত যেটিকে ইসরায়েলের আত্মরক্ষা বলে দাবি করেছেন সেটির অর্থ ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা চালাতে তেলআবিবকে নিঃশর্ত অনুমতি দেয়া।

এমন সময় আমেরিকা নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিল যখন গাজা উপত্যকার একটি হাসপাতালে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ বোমা হামলায় নারী ও শিশুসহ ৫ শতাধিক বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে নারী ও শিশু ছাড়াও এমন অনেক মানুষ রয়েছেন যারা গাজার অন্যত্র ইসরাইলি বিমান হামলায় আহত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাব চেপে বসা ইসরায়েল এখন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যত বর্বরতা ও অপরাধযজ্ঞ চালিয়েছে তার সবগুলোতে অনুণ্ঠ সমর্থন জানিয়েছে মানবতা ও মানবাধিকারের কথিত রক্ষক আমেরিকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়