শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে

প্রকাশ : ২৪ মে ২০২২, ১০:১৬

সব দায় পশ্চিমাদের দিলেন রুশ মুখপাত্র

সব দায় পশ্চিমাদের দিলেন রুশ মুখপাত্র
অনলাইন ডেস্ক

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ সম্প্রতি নিয়মিত ব্রিফিংয়ে জানান, বিশ্বে খাদ্যের যে অনিশ্চয়তা ও সঙ্কট দেখা দেওয়ার শঙ্কা করা হচ্ছে তার জন্য দায়ী পশ্চিমা দেশগুলো।

তিনি বলেছেন, রাশিয়ার ওপর অত্যাধিক নিষেধাজ্ঞা আরোপ করে খাদ্য নিরাপত্তা হুমকিতে ফেলে দিয়েছে পশ্চিমারা।

সাংবাদিকদের এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, রাশিয়া সবসময় শস্য রপ্তানির বিশ্বাসযোগ্য সূত্র ছিল।

তিনি আরও বলেন, আমরা সমস্যার সূত্র না। সমস্যার সূত্র হলো তারা যারা আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তাদের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যেটি বিশ্বকে খাদ্যঅভাবের দিকে নিয়ে যাচ্ছে।

এদিকে রাশিয়া ও ইউক্রেন মিলে বিশ্বের চার ভাগের তিন ভাগ গমের চাহিদার যোগান দেয়। ইউক্রেন গম ছাড়াও ভুট্টা, বার্লি, সূর্যমুখী তেল, সরিষার তেল রপ্তানি করে।

অন্যদিকে রাশিয়া ও বেলারুশ মিলে বিশ্বের পটাশের চাহিদার ৪০ ভাগ যোগান দেয়।

বিশ্বের ৩৬টি দেশ রাশিয়া ও ইউক্রেনের ওপরই গমের জন্য পুরোপুরি নির্ভরশীল। তারা তাদের চাহিদার অর্ধেকের বেশি গম রাশিয়া ও ইউক্রেন থেকে আমদানি করে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম গরীব দেশ লেবানন, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া এবং কঙ্গো তাদের ওপর পুরোপুরি নির্ভরশীল।

সূত্র: দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়